সুনামগঞ্জ সদর উপজেলায় লক্ষণশ্রী ইউনিয়নের অন্তর্গত সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস হতে ১০ কিলোমিটার দূরে বিদ্যালয়টি অবস্থিত। পাঁচটি কক্ষ বিশিষ্ট আধা পাকা পুরাতন টিনশেড ঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বহু পূর্বেই। বিদ্যায়টিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
বিদ্যালয়টি ১৯২৫ খ্রিঃ স্থাপিত হওয়ার পর ১৯২৭ সালের ২২ জানুয়ারী এক কেদার ভূমি মোঃ শরাফত আলী তালুকদ;ার দানপত্র করে সুনামগঞ্জ সাব রেজিষ্টার বরাবরে রেজিষ্ট্র করা হয়। কিন্তু বর্তমানে তাঁর উত্তরাধিকারীগণ ১৬ শতাংশ বিদ্যালয় থেকে দিয়ে বাকী ১৪ শতাংশের দখল ত্যাগী হচ্ছে না বিধায় জমি নিয়ে মোকদ্দমা চলিতেছে। ১৯৭২ সালে বিদ্যালয়টির জাতীয় করন করা হয়।
ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) | শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৯৭ | ৮৭ | ১২৬ | ৯৬ | ৭১ |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৯২% | ১০০% | ১০০% | ১০০% | ৮৬% |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। ২০০৭ সালে ১টি সাধারণ বৃত্তি পেয়েছে।
বিদ্যালয় গমন উপযোগী সকল শিশুকে ভর্তির আওতায় এনে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধরে রাখা। সমাপনী পরীক্ষার ফলাফল ১০০% নিশ্চিত করার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। বর্তমানে ভবনটিতে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর স্থান সংকুলান হচ্ছে ন। বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে ভবন নির্মানের প্রয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS