উক্ত বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলাধীন ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নস্থ বড়ইহাটি গ্রামের এক মনোরম পরিবেশে অবস্থিত। ৬ জন শিক্ষক দারা ২ সিফটে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। প্রধান শিক্ষকের পদ শূন্য।
স্থানীয় জনগণের প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭৩ সালে ১ লা জুলাই জাতীয়করণ হয়। বর্তমানে ২ টি ভবন আছে । ১ টি আধা পাকা পুরাতন ভবন। এবং অন্যটি ২০০৯ সালে পিইডিপি- ২ এর মাধ্যমে নির্মাণ।
শ্রেণী | বালক | বালিকা | মোট |
শিশু | ১৯ | ৩১ | ৫০ |
১ম | ৩০ | ৩৫ | ৬৫ |
২য় | ৩৪ | ৩৯ | ৭৩ |
৩য় | ৩৩ | ৩৮ | ৭১ |
৪র্থ | ২৪ | ২৯ | ৫৩ |
৫ম | ১৯ | ২৮ | ৪৭ |
১৫৯ | ২০০ | ৩৫৯ |
জমিদাতা না থাকায় ১০ সদস্য বিশিষ্ট কমিটি দ্বারা কার্যক্রম চলছে।
সন | পরীক্ষায় অংশগ্রহন | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ১২ | ০৮ | ৬৬.৭% |
২০১০ | ১৮ | ১২ | ৬৬.৭% |
২০১১ | ৩১ | ২৭ | ৮৭% |
২০১২ | ৪০ | ৪০ | ১০০% |
২০১৩ | ৪০ | ৩৮ | ৯৫% |
উপবৃত্তির আওতাভুক্ত
২০০৮সালে একটি সাধারণ বৃত্তি এবং ২০১৩ সালে একটি ট্যানেলপুল বৃত্তি তাছাড়া ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ভবিষ্যতে বিদ্যালয়টিকে একটি মডেল বিদ্যালয় এবং উচ্চ উন্নিত করা পরিকল্পনা রয়েছে।
মোঃ ফজলুর রহমান ভারপ্রাপ্ত, প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়, মোবা্ইল - ০১৭১৮-৭৩৭৩১৬।
১। সুমাইয়া আ্ক্তার ইমু - ১ম শ্রেণী্
২। রানা আহমেদ - ২য় শ্রেণী।
৩। আলমিনা খাতুন ৩য় শ্রেণী।
৪। জুই আ্ক্তার - ৪র্থ শ্রেনী
৫। সাধীন আহমেদ - ৫ম শ্রেণী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS