সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাহালা গ্রামের দক্ষিণ প্রান্তে কাহালা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। একটি পাকা বিল্ডিং ঘরে ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ নিয়ে বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাহালা গ্রামের বাসিন্দা তারিনী কান্ত তালুকদার ও তার অংশীদারদের সমন্বয়ে ভাটীবাংলার অনগ্রসর মানুষের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়েনের লক্ষ্যে ৩৩ শতাংশ ভুমি নিয়ে কাহালা প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। ২৫/০৫/২০০৫ খ্রিষ্টাব্দে স্থায়ী রেজিস্ট্রেশন হয়। যাহার নং- ৪৭ স্থায়ী -৫২১/২০০৫/৭৯৪(৮)। ০১/০১/২০১৩ খ্রিঃ তারিখে সারা দেশের ২৬ হাজার রেজিঃ বেঃ প্রাঃ বিদ্যালয়ের সাথে অত্র বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে ৪ জন শিক্ষক ও ৭৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে ৩টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষে বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিশূ শ্রেণি - ১৪
প্রথম শ্রেণি - ১৪
দ্বিতীয় শ্রেণি -১৩
তৃতীয় শ্রেণি - ১০
চতুর্থ শ্রেণি -১১
পঞ্চম শ্রেণি -১২
বর্তমান পরিচালনা কমিটি
১। নির্মল চন্দ্র সরকার সভাপতি
২। পরেশ সরকার সহ-সভাপতি
৩। সবিতা রানী সরকার বিদ্যূৎসাহী
পাশের হার | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার |
২০০৯ | ৮ | -- | -- | -- | ২ | ২ | ১ | ৫ | ৬৬% |
২০১০ | ৯ | -- | -- | ২ | ২ | ৪ | ১ | ৯ | ১০০% |
২০১১ | ৯ | -- | -- | ১ | ২ | -- | -- | ৩ | ৩৩% |
২০১২ | ১১ | ১ | -- | ৩ | ৩ | ২ | -- | ৯ | ৮২% |
২০১৩ | ৭ | -- | ১ | ১ | ৫ | -- | -- | ৭ | ১০০% |
একক ২৫ টি এবং যৌথ ২৭ টি উপবৃত্তি কার্ড
অনগ্রসর জীবনযাত্রায় প্রাথমিক শিক্ষাদানের এলাকায় নূন্যতম প্রাখমিক শিক্ষা সুযোগ সৃস্টি করা ।
কাহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয় হিসাবে স্থাপন করা ।
অরুন চন্দ্র সরকার
কাহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোবাঃ ০১৭২৯৭২৩৭০৫
প্রযোজ্য নহে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS