এই বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলাধীন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি সুনামগঞ্জ হইতে জামালগঞ্জ রাস্তার পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টিতে ভবন সংখ্যা মোট ২টি, যার কক্ষ সংখ্যা ৮টি, এর মধ্যে পাকা কক্ষ সংখ্যা ৩টি এবং সেমীপাকা কক্ষ ৫টি। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি মাঠ, যার পাশে রয়েছে সারি সারি গাছ যা বিদ্যালয়টির প্রাকৃতিক পরিবেশ কে করেছে মনোমুগ্ধকর। বিদ্যালয়ের পাশে রয়েছে ইউনিয়ন পরিষধ ও একটি বাজার।
দাতা মৃত জমিদার নগেন্দ্র কুমার চৌধুরী ১৯১৪ সালে জমিদানের মাধ্যমে এবং গ্রামবাসীর সহযোগীতায় বিদ্যালয়টি স্তাপিত হয়। প্রথমে বিদ্যালয়টি প্রাথমিক পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়। কিছু দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চালিত হওয়ার পর বিদ্যালয়টি প্রসার লাভ করতে না পারায় পরবর্তীতে ১৯৭৩ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়রুপে প্রতিষ্ঠা লাভ করে।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৮২ | ৬৩ | ৬৬ | ৩০ | ৪৬ |
১২ সদস্য বিশিষ্ট কমিটি। ০৩/০৩/২০১০ খ্রিঃ তারিখে গঠিত। সভাপতি জনাব আব্দুল খালিক, সহ-সভাপতি- রনজিৎ দাস, সদস্য সচিব মহিবুর রহমান চৌধুরী। |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ১০০% | ১০০% | ১০০% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
১৩৩ | - | ১৩৩ |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। বৃক্ষ রোপন- ফলজ ও ঔষধি প্রায় ৪০ টি গাছ স্থাপিত আছে।
ভবিষ তে বিদ্যালয়টিতে ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য সর্বত্নক চেষ্টা করা হবে। কর্তৃপক্ষ ও স্থানীয় জনগনের সহযোগীতায় বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়ের চারপাশে ফলজ, বনজ ও ঔষধী প্রায় ২০০ টি বৃক্ষরোপনের পরিকল্পনা রয়েছে।
প্রধান শিক্ষক
গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ গৌরারং,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS