সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলাধীন চামরদানী ইউনিয়নে বাইন চাপড়া হাওয়ের পশ্চিম পাড়ে চামরদানী গ্রামে চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত ।
অনগ্রসর জীবনে শিক্ষার মান উন্নয়নের লক্ষে চামরদানী ইউপির জনসাধান এবং চামরদানী ঠাকুর বাড়ীর অনুপ্রেরনায় ঠাকুর বাড়ীতে বিদ্যালয়টি প্রথম স্খাপিত হয় । পরবর্তীতে জনাব সিরাজ আলী মহোদয় গ্রামের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন দানকৃত ২৯ শতাংশ জায়গায় বিদ্যালয়টি পূনঃ স্থাপিত হয় । গ্রামের অন্যান্য দানশীল ব্যক্তিগণ মাঠ এবং পুকুর-এর জায়গা দান করেন । সর্বমোট ১ একর ৯৭ শতাংশ জায়গা নিয়ে বিদ্যালয়টি গড়ে উটে । বর্তমানে বিদ্যালয়টি-তে দুইটি বিল্ডিং তন্মধ্যে একটি পরিত্যক্ত এবং অন্যটিতে দুইটি কক্ষ ও পার্শ্ববর্তী চামরদানী উচ্চ বিদ্যালয়ের দুইটি কক্ষ ধার করে মোট ৪টি কক্ষে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্চে ।
শিশু শ্রেণি -৩০
প্রথম -৮৭
দ্বিতীয় -৮২
তৃতীয় -৭৯
চতুর্থ -৭০
পঞ্চম -৫৮
বর্তমান পরিচালনা কমিটি
১। মোঃ আব্দুল আলী - সভাপতি
২। মোঃ সাজাহান মিয়া -সহ-সভাপতি
৩। শারীফা আক্তার - বিদ্যূৎসাহী
বছর | মোট পরীক্ষার্থী | A+ | A | A- | B | C | D | মোট পাশ | পাশের হার |
২০০৯ | ৩৮ | -- | -- | -- | -- | -- | -- | ১৪ | ৩৭% |
২০১০ | ৪৭ | -- | -- | -- | -- | -- | -- | ৪৪ | ৯৪% |
২০১১ | ৩৭ | ১ | -- | ২ | ৭ | ১২ | ১২ | ৩৪ | ৯২% |
২০১২ | ৩৮ | ৭ | ৯ | ১৩ | ৩ | ৪ | ১ | ৩৮ | ১০০% |
২০১৩ | ৫১ | -- | ১০ | ১২ | ৬ | ২২ | ১ | ৫১ | ১০০% |
মোট উপবৃত্তি প্রাপ্ত একক ২১৭ জন- যৌথ -৩৪ টি ।
২০১২ ইং এবং ২০১৩ ইং সনে পাশের হার শতভাগ ।
চামরদানী বিদ্যালয়টি-কে একটি আদর্শ বিদ্যালয়ে-রূপান্তরিত করা । এবং শতভাগ পাশের ধারাবাহিকতা বজায় রাখা এবং মেধা বৃত্তির সংখ্যা বাড়ানো ।
সুবেন্দু ভট্টাচার্য্য
প্রধান শিক্ষক
চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
মোবাঃ ০১৭২০ ১৮৪৭০২
Email-sbondu1970@gmail.com
পঞ্চম শ্রেণি-
১। সৌরভ সরকার -
চতুর্থ শ্রেণি
১। ফাহিমা আক্তার
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS