তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এ অবস্থিত
রুট প্ল্যান-১
সুনামগঞ্জ শহরের নতুন ব্রিজ এলাকায় টেকেরঘাট যাবার জন্য মোটর সাইকেল/সিএনজি ভাড়া পাবেন। যাত্রাপথে যাদুকাটা নদী পার হওয়ার সময় জনপ্রতি ৫ টাকা ও মোটর সাইকেলের জন্য ১০ টাকা ভাড়া দিতে হবে।
সুনামগঞ্জ থেকে মোটর সাইকেলে লাউড়ের গড় পর্যন্ত আসতে ভাড়া লাগবে ২০০ টাকা। সেখান থেকে যাদুকাটা নদী পাড় হয়ে বারিক্কা টিলা থেকে ১২০ টাকা ভাড়ায় টেকেরঘাট যাবার মোটর সাইকেল পাবেন। উল্লেখ্য মোটরসাইকেল রিজার্ভ কিংবা ভাড়ার ক্ষেত্রে দু’জন ধরা হয়েছে।
রুট প্ল্যান-২
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা (পিপরা কান্দা ঘাট) থেকে বর্ষাকালে ট্রলার, স্পিডবোট বা নৌকা দিয়ে টেকেরঘাট যাওয়া যায়। আবার নেত্রকোণা থেকেও সরাসরি নৌকা বা ট্রলার ভাড়া করে টেকেরঘাট যাওয়া যায়। তবে শীতকালে নেত্রকোণা থেকে টেকেরঘাট যেতে মোটরসাইকেল ব্যবহৃত হয়।
বর্ষাকালে সুনামগঞ্জ থেকে টাংগুয়ার হাওর হয়ে টেকেরঘাট যেতে পারবেন নৌকা নিয়ে। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা/সিএনজি/বাইক করে তাহিরপুরে সহজেই যাওয়া যায়।
তাহিরপুরে নৌকা ঘাট থেকে সাইজ ও সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে নিন। নৌকা ভাড়া করুন এইভাবে যে টাঙ্গুয়ার হাওর দেখে টেকেরঘাট যাবেন।
নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহিদ সিরাজ লেক। চমৎকার নলি পানি, ছোট বড় টিলা আর পাথরের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS