ভূমি অধিগ্রহন শাখা, কক্ষ নং-312, তৃতীয় তলা
ক্র: নং |
সেবার নাম |
সময় (কর্মদিবস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজ প্রাপ্তির স্থান |
সরকারি ফি |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
০১ |
সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্ব শাসিত সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত। |
২১ দিন |
প্রত্যাশী সংস্থা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনপত্র এবং অধিগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তাব দাখিল করবেন। |
|
|
০২ |
সংশ্লিষ্ট এলাকার প্রস্তাবিত জমির মালিক কর্তৃক অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি প্রদান |
১৫ দিন |
৩ ধারা মতে নোটিশ জারীর পরবর্তী ১৫ দিনের মধ্যে জমির মালিকগণ স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ, ১৯৮২ এর ২ নং অধ্যাদেশের ৪(১) ধারা মোতাবেক আপত্তি দাখিল করতে পারেন। |
|
আবেদনে ২০ টাকার কোর্ট ফি। |
০৩ |
প্রাক্কলিত মূল্য পরিশোধ। |
৬০ দিন |
অধিগ্রহণকৃত জমির প্রাক্কলিত মূল্য নির্ধারিত ৬০ দিন সময়ের মধ্যে প্রত্যাশী সংস্থা জেলা প্রশাসক বরাবর জমা প্রদান করবেন। |
-- |
-- |
০৪ |
অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদান। |
১৫ দিন |
৭ ধারামতে নোটিশ জারীর পর জমির মালিকগণ তাদের জমির মালিকানার সমর্থনে প্রয়োজনীয় কাগজাদি, ছবি (চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত) (২) কপি। এস,এ, পর্চা, নামজারী পর্চা, সহকারী কমিশনার (ভূমি), কর্তৃক সত্যায়িত- (১) কপি। খাজনার দাখিলা- ১কপি। উত্তরাধিকারী সনদপত্র (প্রয়োজনীয় ক্ষেত্রে)- (১) কপি। মূল দলিল সহ আবেদন করতে হবে। ক্ষতিপূরণের টাকা উত্তোলনের ক্ষেত্রে ১৫০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। চেক গ্রহণের জন্য জেলা প্রশাসকের ক্ষমতা প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অথবা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ক্ষতিগ্রস্ত মালিক বরাবরে চেক প্রদান করবেন। |
-- |
১। আবেদনে ২০ টাকার কোর্ট ফি। ২। ১৫০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প। |
05 |
দখল হস্তান্তর ও গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশনা |
১৫ দিন |
জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের পর জমির দখল প্রত্যাশী সংস্থা বরাবরে হস্তান্তর করা হয়। |
-- |
-- |
০৬ |
নামজারী |
৯০ দিন |
গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার নামে নামজারী করা হয়। |
-- |
-- |
০৭ |
১৯৪৮ সালের জরুরী (সম্পত্তি) হুকুম দখল আইনের জমির তথ্য সংক্রান্ত |
০৩ দিন |
অধিগ্রহণকৃত জমির সাবেক মালিকের উত্তরাধিকারীগণ ১৯৪৮ সালের জরুরী (সম্পত্তি) হুকুম দখল আইনে হুকুম দখলকৃত জমির তথ্য সংগ্রহ করতে পারবেন। |
-- |
সংবাদ জানার আবেদনে ২০/- টাকার কোর্ট ফি।
|
ফোকাল পয়েন্ট কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবী, টেলিফোন নম্বর, ই-মেইল) |
প্রতিকার প্রদানকারী অব্যবহিত উর্দ্ধতন কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবী, টেলিফোন নম্বর, ই-মেইল) |
৭ |
৮ |
সৈয়দ ফয়েজুল ইসলাম ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সুনামগঞ্জ। ফোন নম্বর-০৮৭১-৬১৬১৭ |
শেখ রফিকুল ইসলাম জেলা প্রশাসক, সুনামগঞ্জ। ফোন নম্বর-০৮৭১-৬১৬০১ |
1। দক্ষিণ সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
2। ফায়ার সার্ভিস সিভির ডিফেন্স
3। আবাসিক প্লট নির্মাণ প্রকল্প
4। রাণীগঞ্জ আউশকান্দি সড়ক নির্মাণ
5। দিরাই ভায়া ছাতক জগদল রাস্তা নির্মাণ প্রকল্প
6। ছাতক উপজেলার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প
7। এন এস আই এর রাস্তা নির্মাণ প্রকল্প
ভূমি অধিগ্রহণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS