তাহিরপুরের যাদুকাটা নদীর পশ্চিম তীর ঘেঁষে রয়েছে প্রায় ৩শ ফুট উঁচু নয়নাভিরাম বারেকের টিলা। যাদুকাটা নদীর তীর থেকে পাহাড়ি আঁকা বাঁকা উঁচু পথ বেয়ে বারেকের টিলার উপরে উঠলে চোখে পড়ে সারি সারি ফলজ-বনজ ও ঔষধি গাছ। টিলার উপর রয়েছে উপজাতিদের গ্রাম কড়াইগড়া ও রাজা ইউপজাতি বসতির ফাঁকে ফাঁকে রয়েছে বাঙালি বসতি। টিলার উপরে রয়েছে একটি গির্জা। এছাড়া পাহাড়ের উপর বাংলাদেশ বর্ডার গার্ড- এর পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS