Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিক্ষা ও কল্যান শাখা
Details

শিক্ষা ও কল্যান শাখা, কক্ষ নং-২১৯, ২য় তলা


Citizen Service

ক্রমিক

সেবারনাম

প্রয়োজনীয় সময়

(ঘন্টা/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র*

প্রয়োজনীয় কাগজ পত্র প্রাপ্তিরস্থান

ফি/চার্জ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ পত্র

০৭(সাত) কার্যদিবস

১. সাদা কাগজে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা যাবে।

২.  পাসপোর্ট সাইজের ১ কপি রঙ্গিন ছবি সংযুক্ত।

৩. উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

৪.. জাতীয় পরিচয়পত্র/ নাগরিক সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।

-

বিনামূল্যে

2

শিক্ষা মন্ত্রণালয়ের অনুদান প্রদান

০৭(সাত) কার্যদিবস

১. সাদা কাগজে জেলা প্রশাসক এর মাধ্যমে আবেদন করা যাবে।

২. উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে ও আবেদন করা যাবে।

৩. প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করতে হবে।

৪. প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট সাইজের রঙ্গিন সত্যায়িত ছবি- ১ কপি।

৫. শিক্ষক/শিক্ষার্থীরক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।

৬. প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র/ নাগরিক সনদ পত্রের সত্যায়িত ফটো কপি।

-

বিনামূল্যে

 

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন নম্বর ও ই-মেইল উর্ধ্বতন কর্মকর্তা, যার কাছে আপীল করা যাবে (কর্মকর্তার নাম, পদবী, বাংলাদেশের কোড, জেলা/উপজেলা্ কোডসহ টেলিফোন নম্বর ও ই-মেইল

সহকারী কমিশনার

শিক্ষা ও কল্যাণ শাখা

ফোন:+৮৮-০৮৭১-৬১৬২২

ই-মেইল: acedusunam@gmail.com

জেলা প্রশাসক, সুনামগঞ্জ

ফোন:+৮৮-০৮৭১-৬২০০০

ই-মেইল: dcsunamganj@gmail.com


Current Project

0


Duties

                                                   শিক্ষাও কল্যাণ শাখার কর্মতালিকা

১। বিশ্ববিদ্যালয়/মহাবিদ্যালয়/উচ্চ বিদ্যালয়/মাদরাসা সংক্রান্ত

২। পাবলিক পরীক্ষসংক্রান্ত

৩। মাননীয় সংসদ সদস্যদের স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান প্রদান সংক্রান্ত

৪। মানসম্মত শিক্ষা  জনসেবা ও দুর্নীতি বিরোধী অভিযান সংক্রান্ত

৫। ধর্ম মন্ত্রণালয় হতে মসজিদ/মন্দিরের অনুকূলে অর্থ বরাদ্দ সংক্রান্ত

৬। প্রাথমিক শিক্ষা  সংক্রান্ত।

৭। সমাজ কল্যাণ সংক্রান্ত ।

ট। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক

৯। মহিলা ও শিশু বিষয়ক

১০।  ধর্ম বিষয়ক

১১। শিক্ষা  মন্ত্রণালয়ের অধীন  শিক্ষা  প্রতিষ্ঠান, শিক্ষাও ছাত্রবৃন্দের জন্য বিমেষ মঞ্জুরী খাতে অর্থ বরাদ্দ সংক্রান্ত।

১২। কবি/ সাহিত্যিকদের জন্ম, মৃত্যু বিদস উদযাপন সংক্রান্ত।

১৩। বিবিধ


Contact
মোবাইল নাম্বারঃ ০১৭৩৬৬৩৮৬৭৭ফোন: +88-0871-61622ইন্টারকমঃ 113
Others

0


Image
www.sunamganj.gov.bd/dcoffice_section/894b6ed6_0758_11e7_a6c5_286ed488c766/91159fb2df334b7cdfe926f598e87519.png
Acting Officer