Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জেনারেল সার্টিফিকেট শাখা
Details

জেনারেল সার্টিফিকেট শাখা,

কক্ষ নং- ৩০৬ (৩য় তলা),

জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।


Citizen Service

 

ক্র/নং

সেবার নাম

সময়

(কর্ম দিবস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজ প্রাপ্তি স্থান

সরকারি ফি

সরকারী দাবী আদায় আইন ১৯১৩ সনের বিধান মোতাবেক যাবতীয় সরকারী/ আধাসরকারী/ স্বায়ত্বশাসিত সংস্থা/ প্রতিষ্ঠান সমূহের অনাদায়ী অর্থ আদায়

দেনাদারের বিরম্নদ্ধে মামলা দায়ের করার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭ ধারা / ১০ (ক) ধারার নোটিশের মাধ্যমে সংশিস্নষ্ট দেনাদারকে দেনা পরিশোধের বিষয়ে অবহিত করা হয়।

 

দাবী পরিশোধে দেনাদারের আপত্তির ক্ষেতে নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে দেনাদার জেনারেল সার্টিফিকেট অফিসার বরাবর লিখিত আবেদন উপস্থাপন করতে পারেন।

 

উভয় পক্ষের উপস্থিতিতে আবেদন শুনানীর ভিত্তিতে দেনাদারকে এককালীন / কিসিত্ম মোতাবেক দেনা পরিশোধের অথবা দেনা হতে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়।

ক) জেনারেল সার্টিফিকেট অফিসার বরাবর কোর্ট ফি সংযুক্তি সহ সাদা কাগজে লিখিত আবেদন।

 

খ) আবেদন বা রিকুইজিশন জমা দেবার পর ৫ ধারা পূরণকৃত ফরম।

জেনারেল সার্টিফিকেট শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।

আবেদনের সাথে ১০/- টাকার কোর্ট ফি

         

ফোকাল পয়েন্ট কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবী, টেলিফোন নম্বর, ই-মেইল)

প্রতিকার প্রদানকারী অব্যবহিত উর্ধ্বতন কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবী, টেলিফোন নম্বর, ই-মেইল)

প্রতিকার প্রদানকারী চূড়ান্ত উর্ধ্বতন কর্মকর্তা (কর্মকর্তার পদবী, টেলিফোন নম্বর, ই-মেইল)

এ.টি.এম মোর্শেদ

জেনারেল সার্টিফিকেট অফিসার

ফোন:-

০৮৭১ ৬১৬১৯

gcssunamganj @gmail.com

মোঃ লুৎফর রহমান

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

ফোন:-

০৮৭১ ৬১৬০৭

adcrevsunamganj @gmail.com

শেখ রফিকুল ইসলাম

জেলা প্রশাসক

সুনামগঞ্জ।

ফোন:-

০৮৭১ ৬২০০০

dcsunamganj @mopa.gov.bd

                                                                                                                                 


Current Project

0


Duties

কালেক্টর, ব্যাংক, স্বায়ত্বশাসিতপ্রতিষ্ঠানেরপিডিআরএ্যাক্টএরধারাঅনুযায়ী

                মামলাসমূহপরিচালনা।

আয়করমামলা, ভূমিঅবমূল্যায়নমামলাসহজেনারেলসার্টিফিকেটমামলারমাসিক

                বিবরণীপ্রেরণ।

সার্টিফিকেট মামলা সংক্রান্ত কার্যক্রম


Contact
ফোন: +88-0871-61619ইন্টারকমঃ 110মোবাইল নংঃ ০১৬৭২০১৯৬৫৬
Others

0


Image
www.sunamganj.gov.bd/dcoffice_section/894b4066_0758_11e7_a6c5_286ed488c766/certificate.jpg
Acting Officer