আমাদের বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার সদর থানার অন্তগত গৌরারং ইউনিয়নের হোসেনপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি দক্ষিনমূখী এবং ৩টি অফিস কক্ষ ও ৩টি শ্রেণী কক্ষ রয়েছে।
বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার সদর থানার অন্তগত গৌরারং ইউনিয়নে অবস্থিত। প্রথম এই বিদ্যালয় গ্রামের মধ্যমূলে অবস্থিত ছিল। বর্তমানে স্থানান্তরিত হয়ে গ্রামের দক্ষিণ পার্শ্বে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
| ৫৬ | ৫৫ | ৩৬ | ৩১ | ২২ |
১২ সদস্য বিশিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি ২৯/০৩/২০১০ ইং সালে গঠন করা হয়। কমিটির মেয়াদ ৩ বৎসর। সভাপতি জনাব শাহ মোঃ ফয়জুন্নুর আলী।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ৮৯% | ৮৯% | ১০০% | ৯২% |
একক | একাধিক | মোট | মোট ছাত্র/ছাত্রী ৫০% শিক্ষা বৃত্তি সুবিধা ভোগ করে। |
ক্যাচমেন্ট এলাকার শিশু ভর্তি নিশ্চিত হয়েছে। উপস্থিতির হার বেড়েছে।
ঝরে পড়ার হার ০% এ নিয়ে আসা। স্কুলগামী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা এবং ৫ বৎসর বিদ্যালয়ে ধরে রেখে সকল ছাত্র/ছাত্রীকে সমাপনী পরীক্ষা ১০০% পাশের হার নিশ্চিত করা।
মোঃ আব্দুল মনাফ
প্রধান শিক্ষক
৩০ নং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ হোসেনপুর,
উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS