হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের অবস্থিত। বিদ্যালয়ের ভবন সংখ্যা মোট ৩ টি। ১টি পাকা ও দুইটি আধাঁ পাকা, শ্রেণী কক্ষ মোট ৫টি ও অফিস কক্ষ ১টি। বিদ্যালয়ের সামনে ১টি মাঠ আছে।
বিদ্যালয়ে জমির পরিমাণ ০১ একর। জমিদাতাঃ মোঃ আব্দুল কাইয়ুম। বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনের তারিখ ২০/০৭/১৯৭৭ ইং ও জাতীয়করণের তারিখঃ ০১/০৫/১৯৭৮ ইংরেজী।
বর্তমান এস,এম,সি গঠনের তারিখ ২৭.০৭.২০১০ ইং। কমিটির সদস্য সংখ্যা মোট ১২ জন। সভাপতির নামঃ মোঃ আব্দুল মুক্তাদির।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ১০০% | ১০০% | ১০০% |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। ২০১০ ইংরেজীতে বঙ্গবন্ধু গোল্ড কাপে ইউনিয়ন পর্যায়ে ট্রপি অর্জন।
এই বিদ্যালয়ে শ্রেণী কক্ষের প্রয়োজন। একটি দ্বিতল ভবন নির্মাণ হলে সমস্যার সমাধান হবে। বিদ্যালয়টি মহাসড়কের নিকটবর্তী হওয়ায় বাউন্ডারী ওয়ালের প্রয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS