গৌরারং ইউনিয়নের অধীন ৭নং ওয়ার্ডে বিদ্যালয়টি অবস্থিত। চারকক্ষ বিশিষ্ট পুরাতন টিনশেড ভবন ও ২ কক্ষ বিশিষ্ট পি-ই-ডি-পি-২ নির্মিত ভবন সংখ্যা ১টি। বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল ও ছাত্র শিক্ষকদের আলাদা শৌচাগার রয়েছে। বর্তমানে চেয়ার, টেবিল ও বেঞ্চের সংখ্যা ছাত্র শিক্ষকদের তুলনায় অপর্যাপ্ত। যদিও বিদ্যালয়টি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র , উপবৃত্তি প্রদান সহ ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
বিদ্যালয়টি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়ে জাতীয়করন হয় ১৯৭৩ সালে। বিদ্যালয়ে মোট জমির পরিমান ০.৮৬ শতাংশ। দলিল নং- ৫৩৮৭, দাগ নং- ৪২১, খতিয়ান নং-০১। |
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী |
৪০ | ৬৬ | ৯০ | ৫৯ | ৬৫ | ৩৫ |
বর্তমান এস,এম,সি গঠনের তারিখ ২৫০/০৩/২০১০ ইং। কমিটির সদস্য সংখ্যা মোট ১২ জন। সভাপতি আব্দুল কাইয়ুম।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% | ১০০% | ১০০% | ৯০% | ৯৭% |
সাধারণ বৃত্তি ১টি। |
ক্যাচমেন্ট এলাকার৬+হতে১০+ শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয়েছে। সমাপনী পরীক্ষার ফলাফল সন্তোষ জনক। |
মান সম্মত একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলা।
মোছাঃ তাছলিমা বেগম
প্রধান শিক্ষক
বেরাজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
গ্রামঃ বেরাজালী, উপজেলাঃ সুনামগঞ্জ সদর, জেলাঃ সুনামগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৬৩১১০৬
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS