মিডিয়া সেল: অদ্য ২১ মার্চ ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৩য় ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক,
সুনামগঞ্জ। এসময়ে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক জানান যে, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচী হাতে নেয়া হয়। সারাদেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে মুজিববর্ষে জমিসহ সেমিপাকা ঘর দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
প্রাথমিকভাবে “ক” শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিষ্কন্টক খাস জমি, সরকারিভাবে ক্রয়কৃত জমি সরকারের অনুকূলে কারও দানকৃত জমি অথবা রিজিউমকৃত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহের এ প্রকল্পটিতে মুজিববর্ষ উপলক্ষে বিশেষভাবে সংযোজন করা হয় ৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ। এই ঘরে সুপরিসর দুইটি কক্ষের সামনে টানা বারান্দা, পেছনে রয়েছে রান্নাঘর ও স্বাস্থ্য সম্মত স্যানিটারী ল্যাট্টিন। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা। ক্লাস্টারভিত্তিক স্থাপিত প্রকল্প গ্রামগুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিনন্দন লে-আউটের মাধ্যমে অভ্যন্তরীণ রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠ, পার্ক, বাজার এমনকি ক্ষেত্রবিশেষে স্কুল, মাদ্রাসা, মসজিদ প্রভৃতিও নির্মাণ নিশ্চিত করা হচ্ছে।
এ প্রক্রিয়ায় মুজিববর্ষে ১ম পর্যায়ে করোনা মহামারী চলাকালীন সময়ে ২১ জানুয়ারি ২০২১ তারিখে ৬৩,৯৯৯ টি পরিবারকে প্রতিশ্রুত ২ শতক জমিসহ ঘর প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২০ জুন ২০২১ তারিখে ৫৩,৩৩০ টি পরিবারকে অনুরুপভাবে গৃহ প্রদান করা হয়। পরবর্তীতে ৩য় পর্যায়ে ১ম ধাপে ২৬ এপ্রিল, ২০২২ তারিখে ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। সর্বশেষ ৩য় পর্যায়ে ২য় ধাপে ৩১ জুলাই, ২০২২ তারিখে ২৬,৯০৪ টি পরিবারসহ এ পর্যন্ত সর্বমোট ১,৭৭,১৩৭ টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে সুনামগঞ্জ জেলায় ১ম পর্যায়ে ৩৯০৮, ২য় পর্যায়ে ৩৫৮ এবং ৩য় পর্যায়ে ২ ধাপে ১৫৫৫ টিসহ মোট ৫৮২১টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
আগামী ২২/০৩/২০২৩ তারিখে ৩য় পর্যায়ের ৩৯১ টি এবং ৪র্থ পর্যায়ের ৮২২ টি সহ মোট ১২১৩ টি পরিবারকে সুনামগঞ্জ জেলায় জমি ও গৃহ প্রদান করা হবে।
এখানে আরও উল্লেখ্য যে, আগামী ২২/০৩/২০২৩ তারিখে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
অত্র জেলায় এ পর্যন্ত তালিকাভূক্ত ৮৪৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে আগামী ২২/০৩/২০২৩ তারিখ পর্যন্ত ৭০৩৪ টি পরিবার জমি ও গৃহ প্রাপ্তির মাধ্যমে পুনর্বাসিত হবেন।
তাছাড়া আরও ৩৪৪টি পরিবার আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন ব্যারাকে/গুচ্ছগ্রামে পুনর্বাসিত হয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক/গুচ্ছগ্রাম এবং একক ঘর মিলিয়ে সর্বমোট পুনর্বাসিত পরিবারের সংখ্যা= ৭৩৭৮
তালিকাভুক্ত অবশিষ্ট ১০৬৮ টি পরিবারের মধ্যে দোয়ারাবাজার উপজেলায় ১৩৯ টি গৃহ বাদে বাকি ৯২৯ টি ঘরের বরাদ্দ প্রদান করা হয়েছে এবং সেগুলোর নির্মাণ কাজও চলমান।