Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
সুনামগঞ্জ জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা।
Details

২৩/০১/২০১৭ তারিখ দুপুর ১২:২৫ টায় সিলেট বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ জামাল উদ্দীন আহমেদ মহোদয় কর্তৃক সুনামগঞ্জ জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণাকালে রেড কার্ড (লাল কার্ড) দেখিয়ে এক সাথে লাখো কণ্ঠে পাঁচ মিনিট ব্যাপী উচ্চারিত হয় "বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ মানব না"। রেড কার্ড (লাল কার্ড) প্রদর্শন অনুষ্ঠানে এক সাথে জেলার সকল মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজিয়েট স্কুলের ১,১৪,৩২৩ জন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার ৩ লক্ষাধিক জনগণ অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানটি বাল্যবিবাহের বিরুদ্ধে পৃথিবীর সর্ববৃহৎ জনসচেতনতামূলক "লাল কার্ড" প্রদর্শন অনুষ্ঠান হিসেবে "গিনেজ বুক অব ওয়ার্ল্ড" এ স্থান করবে বলে আশা করা যাচ্ছে। অনুষ্ঠানটি 'শহীদ আবুল হোসেন মিলনায়তন' সুনামগঞ্জ হতে ১১টি উপজেলায় একযোগে সম্মানিত জেলা প্রশাসক জনাব শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালিত হয়। সুনামগঞ্জ জেলার ২৯৯টি কেন্দ্রে এক সাথে বাল্যবিবাহ কে রেড কার্ড (লাল কার্ড) দেখানো হয়।

Images
Attachments