জামালগঞ্জ, সাচনাবাজার
সুনামগঞ্জ সদর থেকে সড়ক ও নদী উভয়পথে যাওয়া যায়। যেতে প্রায় ২ ঘন্টা সময় লাগে।
ভাপতি
জগন্নাথ জিউর আখরা কমিটি
সাচনা বাজার, জামালগঞ্জ, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার নামক স্থানে জগন্নাথ জিউর অাখরাটি অবস্থিত। প্রতি বছর বিভিন্ন উৎসবে প্রচুর ভক্ত সমাগম হয় এ অাখরাটিতে। সাচনা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ার সুবাদে অতি সহজেই যে কেউ বিভিন্ন স্থান থেকে এখানে আসতে পারে। দেশের অনেক জ্ঞানী গুনী ব্যাক্তি এ আখরায় এসে উৎসবে যোগ দিয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS